খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে দিনে দুপুরে দুই যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুর সোয়া ১২টার দিকে আদালতের সামনের গেটের কাছে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র ও গুলির খোসা উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
নিহত যুবকরা হলেন- ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদার। এর মধ্যে রাজন রুপসার বাগমারার দক্ষিণ ডাঙ্গা এলাকার ইজাজ শেখের ছেলে। আর হাসিব নগরীর নতুন বাজার এলাকার মান্নান হাওলাদারের ছেলে। তারা খুলনার আলোচিত সন্ত্রাসী শেখ পলাশের অনুসারী। একটি অস্ত্র হামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার সকালে তারা আদালতে এসেছিলেন।


