জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে মাদারীপুরে গভীর রাতে নির্জন গ্রামীণ সড়কে ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করেছে। গোপনীয়তা বজায় রাখতে অধিকাংশ কর্মীর মুখে মাস্ক বা চাদর এবং মাথায় হেলমেট বা টুপি ছিল। সোমবার (১৭ নভেম্বর) রাত ১০টা থেকে শুরু করে ৪ ঘণ্টার ব্যবধানে সদর উপজেলার ছিলারচর, ধুরাইল, মস্তফাপুর, খাগদী ও পেয়ারপুর এলাকায় এসব ঝটিকা মিছিল বের করা হয়।


